আসসালামু আলাইকুম
বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেককে অনেক অনেক ভালো আছেন,
একদম ফ্রিতে টাকা পয়সা ছারাই Free SMS করুন কোনো এডস এর জামেলা ছারাই, কোনো লিমিটেড এর জামেলা ছারাই এবং কোনো টাইমিং এর জামেলা নেই,
BD Go SMS, SoftClever এর চাইতে মুটামুটি ভালো আছে But এখানে হালকা পাতলা একটা জামেলা আছে,
প্রথমে বলি সব এপের মতও এই এপেও একটা জামেলা আছে, বিষয়টা পোস্টের পড়ে বলতেছি,
আজকের ফ্রি এসএমএস এপের নাম Ayoba হুবহু Whatsapp, Telegram এর মতই চেটিং এবং SMS করা যায়,
বিশেষ করে এই এপটি আপনি প্লেস্টোর পাবেন,But Country Available তাই আপনি চাইলে ব্রাউজার থেকেও ডাওনলোড করে নিতে পারবেন,অথবা নিচে দিয়ে দিছি,
তো পোস্ট শুরু করি,
তো প্রথম অবস্থায় আপনাকে একটা এপের প্রয়োজন হবে, এপের লিংক দিয়ে দিব অবশ্যই ডাউনলোড করে নেবেন, এপটি ডাউনলোড করার পর তারপর আপনাকে একটা সাইনআপ করে তারপর আপনাকে ফ্রিতে এসএমএস করতে হবে, তো আপনি যেকোন নাম্বারে আপনি ফ্রিতে এসএমএস করতে পারবেন কোন প্রকার ঝামেলা হবে না,
👇এপ ডাওনলোড করুন👇
তারপর সাইনআপ. ভাষা সিলেক্ট করুন, English.
ভেরিফাই কোড আসবে, অটু বসে যাবে,
ব্যাস নাম চাইলে নাম দিন তারপর এপে যান,
তারপর Start Chat ক্লিক দিন,
যাকে মেসেজ দিবেন তার নাম্বার সেইব করে নিবেন,
তারপর যা লিখবেন তা দেখেন ওই ফোনে চলে গেছে,
প্রুফ দেখানোর জন্য For Example কিছু লিখলাম,
মনে রাখবেন মেসেজ যেতে প্রথমে একটু লেইট হতে পারে,পরে আর লেই ট হবে না ট্রাই করতে পারেন,
বিরক্তিকর বিষয়
তো বরাবরের মতন সব এপের মতো, একটা ঝামেলা আছে তো সেই ঝামেলাটা হলো যে এই অ্যাপের মধ্যে আপনি যদি এসএমএস করেন তাহলে এসএমএস সাথে নাম্বার এবং নাম উল্লেখ থাকবে, তারপর নিচে দেখবেন আপনার এসএমএস এর সাথে কিছু লেখা চলে গেছে মানে এপ ডাওনলোড লিংক এগুলা বিরক্তকর ইনশাআল্লাহ Next Time এটার মুড এপ শোয়ার করার চেস্টা করবো,সে পযন্ত ভালো লাগলে ইউজ করবেন,
মানুষ মাত্রই ভুল, পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃস্টিতে দেখবেন,
এই ছিলো পোস্ট ভালো লাগলে একটা লাইক দিবেন, না বুঝলে ভিডিওটি দেখে আসুন
ভিডিও লিংক
So বন্ধুরা আমাদের একটি Website আছে নাম Techshohor24 চাইলে ঘুরে আসতে পারেন দাওয়াত রইলো
ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি
আল্লাহ হাফেজ,
0 Comments