Search box..

Free Fire গেইমে screen Record এ ফোন ল্যাগ করে? দেখে নিন কিভাবে ল্যাগ ছাড়া স্ক্রিন রেকর্ড করবেন।

আমরা অনেকেই আছি কম র‍্যাম এর ডিভাইস চালাই। আবার বেশি র‍্যাম এর ফোন ও চালাই কিন্তু ফ্রি ফায়ার অনেক ক্ষন যাবত খেলার কারনে স্ক্রীন রেকর্ডে অনেক ল্যাগ করে ল্যাগের কারনে ভালো ভাবে খেলা যায় না। বলতে গেলে হ্যাং হয়ে যায়।

তাদের জন্য সহজ একটা পদ্ধতি দিয়েছে ফ্রি ফায়ার।
তো চলুন দেখি কিভাবে করবো।
Screenshot. অনুযায়ী করুন।



তারপর এই অপশন টি অন করুন।

এখন যেকোন একটি মোডের গেইম খেলুন।
গেইমের শেষে এই সেইভে ক্লিক করুন।

এখন আবার আগের জায়গায় দেখুন ভিডিও সেইভ হয়ে আছে।


এখান থেকে প্লে করুন।
প্লে করে স্ক্রিন রেকর্ড করে নিন।

দেখুন।

এখানে আপনি চাইলে স্পীড বাড়িয়েও দেখতে পারবেন রেকর্ড করতে পারবেন

আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট।
আর কম দামে wapkiz সাইট বানাতে চাইলে আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিতে পারেন 🥰

Our FaceBook Page

BDBoighor.com

Our Youtube Channel





    Post a Comment

    0 Comments