Search box..

নকিয়ার নতুন ফোনে থাকছে বিল্ট-ইন টিডব্লিউএস ইয়ারবাডস

স্মার্টফোনে পিছিয়ে থাকলেও ফিচার ফোনে আস্থার নাম নকিয়া। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহৎ ফিচার ফোন নির্মাতা এইচএমডি গ্লোবাল মালিকানাধীন কোম্পানিটি।

সম্প্রতি নকিয়া ৫৭১০ এক্সপ্রেসঅডিও নামে নতুন একটি ফিচার ফোন আনার ঘোষণা দিয়েছে তারা। এর বিশেষত্ব হলো এতে বিল্ট-ইন রয়েছে টিডব্লিউএস ইয়ারবাড।

চলতি বছরের প্রথম প্রান্তিকে ফিচার ফোন সেগমেন্ট থেকে শতকোটি ডলারের বেশি আয় হয়েছে। বৈশ্বিক মোবাইল ফোন বিক্রির ১৬ শতাংশের প্রতিনিধিত্ব করে ফিচার ফোন। এ সেগমেন্টে শক্তিশালী অবস্থান অক্ষুণ্ন রাখতে নকিয়া ৫৭১০ এক্সপ্রেসঅডিও বাজারে আনছে ফিনল্যান্ডভিত্তিক কোম্পানিটি। এ ফিচার ফোনটি ২০১০-এর মাঝামাঝিতে বাজারে আসা এক্সপ্রেসমিউজিক দ্বারা অনেকটা অনুপ্রাণিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ছবিতে দেখা গিয়েছে, নকিয়া ৫৭১০ এক্সপ্রেসঅডিওর রিয়ার প্যানেলে একটি স্লট রয়েছে, যেখানে ওয়্যারলেস ইয়ারবাডস ব্যবহার শেষে নিরাপদে রাখা যাবে। নিরাপত্তা জোরদারে ফোনটিতে একটি স্লাইডার ব্যবহার করা হয়েছে।

চার্জিংয়ের ক্ষেত্রেও চমক এনেছে নকিয়া। ইয়ারবাডগুলো স্লটে রাখলে ফোনটি চার্জিং শুরু হয়ে যাবে।

Post a Comment

0 Comments