Search box..

বাজারে আসছে রেজার ব্লেড ১৪ ল্যাপটপ

রেজারের ল্যাপটপগুলো সবসময় ভালমানের ল্যাপটপ দিয়ে থাকে। ল্যাপটপগুলো উন্নত কনফিগারের সাথে তৈরী করা হয়। এবার রেজারের নতুন ল্যাপটপ বাজারে আসছে এবং সেই ল্যাপটপটি হচ্ছে রেজার ব্লেড ১৪। এই ল্যাপটপটি একটি বিশেষ ল্যাপটপ হতে চলেছে যার ব্যাতিক্রম ডিজাইন ও অত্যাধুনিক বিল্ড কোয়ালিটি আপনাকে নজর কাড়তে সক্ষম হবে। এটি একটি গেমিং ল্যাপটপ হতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন।

চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
রেজার ব্লেড ১৪ ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ১৪ ইঞ্চি বিশিষ্ট কিউ এইচ ডি ডিসপ্লে যার স্ক্রীন রেজুলেশন দেওয়া হয়েছে ২৫৬০X১৪৪০ পিক্সেল। ১৬৫ হার্জ এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এই ল্যাপটপটিতে। রেজার ব্লেড ১৪ ল্যাপটপটির আয়তন দেওয়া হয়েছে ২২০X৩১৯.৭X১৬.৮ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ১.৭৮ কেজি। উক্ত ল্যাপটপটির সাথে দেওয়া হবে এ এম ডি রাইজেন ৯ ৫৯০০ এইচ এক্স প্রসেসর যার সাথে দেওয়া হবে ১৬ জিবি র‍্যাম ও ১ টিবি এর এস এস ডি। র‍্যামের স্পীড দেওয়া হয়েছে ৩২০০ মেগাহারজ। উক্ত ল্যাপটপটির গ্রাফিক্স দেওয়া হয়েছে এনভিডিয়া জিফোরস আর টি এক্স ৩০৮০। উক্ত ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২ এর সুবিধা। এই ল্যাপটপটিতে আরো দেওয়া হয়েছে ৭২০ পিক্সেল এর ওয়েব ক্যামেরা, ব্যাকলাইট কীবোর্ড সহ যাবতীয় সুবিধা। রেজার ব্লেড ১৪ ই ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ৬১.৬ ডব্লিউ এইচ আর এর ব্যাটারি যার ব্যাকআপ দিবে অতুলনীয়। এছাড়া এর সাথে দেওয়া হয়েছে ২৩০ ওয়াটের অ্যাডাপটার। গেমিং সহ সবরকম সুযোগ সুবিধা পাওয়া যাবে এই ল্যাপটপ থেকে। ল্যাপটপটি আমার কাছে খুব ভাল লেগেছে।

রেজার ব্লেড ১৪ ল্যাপটপ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের মূল্য অনুযায়ী ২,৩৫,৭৭৯ টাকা।

Post a Comment

0 Comments