
বাংলাদেশের তরুণদের কাছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স এবার গ্রাহকদের জন্য মোবাইল ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ‘১৮০ওয়াট থান্ডার চার্জ’ প্রযুক্তি উন্মোচন করেছে। সর্বাধুনিক এই প্রযুক্তির ব্যবহার দেখা যাবে ইনফিনিক্সের বিশেষ কিছু ফ্ল্যাগশিপ ফোনে এবং এই ডিভাইসগুলো এই বছরের শেষেরদিকে বাজারে আসবে। যুগান্তকারী এই টেকনোলজির ব্যবহারের ফলে ইনফিনিক্সভক্তরা দ্রুত-গতির এবং উন্নত স্মার্ট ডিভাইস চার্জিং অভিজ্ঞতা উপভোগ করবেন এবং ৪৫০০এমএএইচ সক্ষমতার একটি ব্যাটারি ১% থেকে ৫০% চার্জপ্রাপ্ত হবে মাত্র ৪ মিনিটে।
ইনফিনিক্সের সিনিয়র প্রোডাক্ট ডিরেক্টর ম্যানফ্রেড হং বলেন, “বিগত বছর ইনফিনিক্সের ১৬০ওয়াট ফাস্ট-চার্জিং কনসেপ্ট ফোন অবমুক্তের পর এবার ১৮০ওয়াট থান্ডার চার্জ ইন্ডাস্ট্রিতে আরো একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, যেটি গ্রাহকদের সর্বোচ্চ দ্রুততার সঙ্গে ফোন চার্জের অভিজ্ঞতা দেবে। ফাস্ট-চার্জ প্রযুক্তির মাধ্যমে ইনফিনিক্স ব্যবহারকারীদের দৈনন্দিন জীবন আরো সহজ ও কার্যকর করতে চায়, যাতে তারা আরো সুবিধাজনক ডিজিটাল লাইফস্টাইল পেতে পারেন।”
ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ১৮০ওয়াট চার্জিং প্রযুক্তি
চার্জ দেবার নিরাপদ একটি উপায়
এছাড়া, স্মার্টফোন, চার্জার এবং চার্জিং ক্যাবলের যেকোনো রকম ক্ষতি এড়াতে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘১৮০ওয়াট থান্ডার চার্জ’ প্রযুক্তির রয়েছে ১১১টি সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার সিকিউরিটি প্রটেকশন মেকানিজম। কোনো রকম অস্বাভাবিক পরিস্থিতি, যেমন- উচ্চ তাপমাত্রা, বর্ধিত ভোল্টেজ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স এবং অন্যান্য সমস্যা মোকাবিলায় স্মার্টফোনের নিরাপত্তার জন্য দ্রুত কাজ করে এর সিকিউরিটি প্রটেকশন।
শক্তিশালী, মানানসই ও সহজে বহনযোগ্য
এই ‘১৮০ওয়াট থান্ডার চার্জ’ টেকনোলজি চীনা স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের উন্নত সুল্যশনগুলোর একটি, যেটি মধ্যম-দামের স্মার্টফোনের প্রযুক্তিগত বিকাশে ব্র্যান্ডটির অগ্রগামিতা নির্দেশ করে। ‘অসাধারণ চার্জিং স্পিড’, ‘উপযুক্ত তাপমাত্রা বজায়’ এবং পর্যাপ্ত নিরাপত্তার সন্নিবেশনে ‘১৮০ওয়াট থান্ডার চার্জ’ ব্যবহারকারীদের দ্রুত ও বুদ্ধিবৃত্তিক উপায়ে ডিভাইস চার্জের সুযোগ করে দেয়।
এই প্রযুক্তিতে আরো রয়েছে নতুন সেমি-কন্ডাক্টর ম্যাটেরিয়াল জিএএন, ফলে ৪০ ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রা সহ বিভিন্ন পরিবেশে ‘১৮০ওয়াট থান্ডার চার্জ’ টেকনোলজি ধারাবাহিকভাবে কার্যকর থাকে। আরো একটি সুবিধা হচ্ছে, একাধিক ফাস্ট চার্জিং প্রটোকলের সঙ্গে চার্জার এডাপ্টার সামঞ্জস্যপূর্ণ এবং গ্রাহক এক ক্যাবলেই মোবাইল, ট্যাবলেট এবং ল্যাপটপ সহ বাজারের বেশিরভাগই ইলেকট্রনিক ডিভাইসে সর্বোচ্চ ১০০ওয়াট ফাস্ট চার্জিং নিশ্চিত করতে পারেন। ইনফিনিক্স ডিভাইসে সর্বোচ্চ ১০০ওয়াট চার্জের জন্য ব্যবহারকারীরা অন্য ম্যানুফেকচারার’দের ক্যাবলও ব্যবহার করতে সক্ষম হবেন। ‘১৮০ওয়াট থান্ডার চার্জ’ এ রয়েছে দুটি ভিন্ন চার্জিং মুড, এর একটি ‘ফিউরিয়াস মুড’ এবং অপরটি ‘স্ট্যান্ডার্ড মুড’। বাটনে ক্লিকের মাধ্যমে ‘ফিউরিয়াস মুড’ চালু করা যায়, যেটি ব্যবহারকারীদের ১৮০ওয়াট সুপার চার্জ সক্ষমতা দেয়।
0 Comments