স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স তাদের পোর্টফোলিওতে একটি নতুন 4G কানেক্টিভিটির স্মার্টফোন সংযুক্ত করলো। সদ্য আগত ফোনটি ইনফিনিক্স নোট ১২ প্রো ৪জি নামে বাজারে এসেছে। এটি মূলত কিছু দিন আগেই লঞ্চ হওয়া ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি মডেলের একটি ড্রপ-ডাউন কানেক্টিভিটি ভার্সন বা 4G ভ্যারিয়েন্ট হিসাবে আত্মপ্রকাশ করেছে।
ইনফিনিক্স নোট ১২ প্রো ৪জি ফোনটিকে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসরের সাথে আসা প্রথম হ্যান্ডসেট রূপে টিজ করা হয়েছে সংস্থার তরফ থেকে। ফিচার হিসাবে এতে – FHD+ ডিসপ্লে প্যানেল, ১০৮ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সমর্থিত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট, ডুয়েল সাউন্ড সিস্টেম এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি উপলব্ধ। এছাড়া, ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজও পাওয়া যাবে ইনফিনিক্স-এর এই লেটেস্ট হ্যান্ডসেটটি।
ইনফিনিক্স নোট ১২ প্রো ৪জি স্মার্টফোনে একটি ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে আছে, যার এসপেক্ট রেশিও ২০:৯। পারফরম্যান্সের জন্য, উক্ত মডেলে TSMC -এর ৬ এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই অক্টা-কোর চিপসেট, সর্বোচ্চ ২.২ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেট সহ দুটি কর্টেক্স-এ৭৬ কোর এবং সর্বাধিক ২ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেটের ছয়টি কর্টেক্স-এ৫৫ কোর সহ এসেছে।
অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক সংস্থার নিজস্ব এক্সওএস ১০.৬ (XOS 10.6) কাস্টম স্কিন পাওয়া যাবে। আলোচ্য ফোনটির এই ৪জি ভ্যারিয়েন্টে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ বর্তমান।
ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ইনফিনিক্স নোট ১২ প্রো ৪জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল টারশিয়ারি লেন্স। ডিভাইসের সামন একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার দেওয়া হয়েছে।
এছাড়া, ফোনটিতে ডিটিএস অডিও টেকনোলজি সমর্থিত ডুয়েল সাউন্ড সিস্টেম এবং এনএফসি কানেক্টিভিটির সাপোর্ট পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য ইনফিনিক্স নোট ১২ প্রো ৪জি -তে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
0 Comments